নেলসন ম্যান্ডেলার কারাকক্ষের চাবির নিলাম বন্ধের আহ্বান দ. আফ্রিকার

নেলসন ম্যান্ডেলা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা রবেন দ্বীপের যে কারাকক্ষে বন্দি ছিলেন, সেটির চাবি বিক্রির নিলাম বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গার্নসি'স অকশন হাউসের মাধ্যমে চাবিটি বিক্রি করার কথা আছে। বিক্রেতা ক্রিস্টো ব্র্যান্ড ম্যান্ডেলার কারারক্ষী ছিলেন।

বিছানাহীন এ কারকক্ষটিতে বন্দি ছিলেন নেলসন ম্যান্ডেলা।

তবে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মেথওয়া বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নিলামের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেছেন, 'এ চাবিটি দক্ষিণ আফ্রিকার জনগণের। এটি কারও ব্যক্তিগত বিষয় নয়।'

গার্নসি'স বলছে, ম্যান্ডেলার সমাধিস্থলের চারপাশে একটি স্মৃতি উদ্যান এবং জাদুঘরের জন্য তহবিল সংগ্রহের জন্য ২৮ জানুয়ারি এ নিলামের আয়োজন করতে যাচ্ছেন তারা। চাবিটি ছাড়াও ম্যান্ডেলার সঙ্গে সম্পর্কিত আরও কিছু জিনিস এতে বিক্রি করা হবে।

ম্যান্ডেলা তার কারাবন্দি জীবনের ২৭ বছরের মধ্যে ১৮ বছরই রবেন দ্বীপে কাটিয়েছেন। ক্রিস্টো ব্র্যান্ড পরে ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেন।

Comments

The Daily Star  | English

Khaleda acquitted in Zia Charitable Trust graft case

The HC scraped the trial court verdict that sentenced Khaleda and two others in the same case.

2h ago