ওমিক্রন শনাক্ত করায় দক্ষিণ আফ্রিকাকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে
দক্ষিণ আফ্রিকা দাবি করেছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করায় তাদেরকে 'শাস্তি' দেওয়া হচ্ছে।
আজ শনিবার রাতে আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের পর ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ 'দক্ষিণ আফ্রিকার উন্নত জিনোমিক সিকোয়েন্সিং এবং নতুন ভ্যারিয়েন্ট দ্রুত শনাক্তের সক্ষমতাকে শাস্তি দেওয়ার মতো'।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। কিছু কিছু দেশ নতুন করে লকডাউন আরোপের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) করোনার নতুন ভ্যারিয়েন্ট 'উদ্বেগজনক' ঘোষণার পরে এসব নতুন বিধিনিষেধ এসেছে।
বিজ্ঞানীরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশন বেশি। গত সপ্তাহে এটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করা হয় এবং গাউটেং প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে। ওই অঞ্চলটি দেশটির অর্থনৈতিক কেন্দ্র জোহানেসবার্গ এবং রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত।
এটি এখন পর্যন্ত কমপক্ষে আরও কয়েকটি দেশে শনাক্ত করা হয়েছে।
বর্তমান ভ্যাকসিনগুলো এর বিরুদ্ধে কম কার্যকর কিনা তা জানতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এই ভ্যারিয়েন্ট আবিষ্কারের পর যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যেসহ বেশ কয়েকটি দেশ থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সীমাবদ্ধ করেছে।
Comments