ইথিওপিয়ায় অতর্কিত হামলা ও প্রতিশোধে নিহত ৬৪
ইথিওপিয়ায় পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক গাড়িবহর ও সেটির নিরাপত্তায় থাকা সেনাদের ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।
সেদেশের সরকারের নিয়োগকৃত একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানায় রয়টার্স।
গত ২ মার্চ বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলের মেটেকেলে এলাকায় ওই হামলা চালায় জাতিগত বিদ্রোহীরা।
ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন জানায়, ওই হামলায় ২০ সেনাসহ ৩ বেসামরিক লোক নিহত হন। এর প্রতিশোধে দিনব্যাপী বন্দুকযুদ্ধে ৩০ হামলাকারীও নিহত হন।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং হামলার ঘটনা খতিয়ে দেখতে শুরু করে। তবে এর পরদিনও বিদ্রোহীদের অপর এক হামলায় ১১ জন নিহত হন, যাদের মধ্যে ১ জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়।
Comments