৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ, আজ মধ্যরাত থেকে সমুদ্রে নামবেন জেলেরা

Hatiya Fisherman
হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার চিত্র। স্টার ফাইল ফটো

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরতে নামবেন উপকূলীয় এলাকার তিন লাখ জেলে। গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মৎস্য অধিদপ্তরের ডেপুটি চিফ মো. তানভীর হোসেন চৌধুরী বলেন, 'ইলিশ মাছ বড় হতে দেওয়ার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা।'

তিনি জানান, উপকূলীয় ১৪ জেলা, ৩৫ উপজেলা ও চট্টগ্রাম মহানগরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

মৎস্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার বলেন, 'ইলিশ মাছের বংশ বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নিষেধাজ্ঞার উদ্দেশ্যে সফল হয়েছে।'

তিনি জানান, বরিশাল বিভাগে নিষেধাজ্ঞার এই সময়ে এক লাখ ৪৩ হাজার ৮৭ জন সমুদ্রগামী জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হয়েছে।

বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, 'এই নিষেধাজ্ঞার প্রধান উদ্দেশ্য ইলিশ মাছকে নিরাপদে মা মাছে রূপান্তর করা, যাতে করে তারা নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে।'

ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকার জেলে আলাউদ্দিন মাঝি বলেন, 'বর্তমানে নদী ও সাগরে কোনো ইলিশ নেই, এই নিষেধাজ্ঞা শেষ হলেও আমাদের তেমন লাভ নেই।'

Comments