৫ লাখ ডলার ক্ষতিপূরণ পাচ্ছে হাদিসুরের পরিবার
ইউক্রেনের অলভিয়া বন্দরে 'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ডলার (প্রায় ৪ কোটি ৪০ লাখ টাকা, প্রতি ডলার ৮৮ টাকা ধরে) পাবে। এছাড়া তার ভাইয়ের জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) চাকরির ব্যবস্থা করা হয়েছে।
আজ ঢাকায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বিএসসির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।
এ ছাড়া, বাংলার সমৃদ্ধি জাহাজের অন্য সদস্যরা ৭ মাসের বেতনের সমান অর্থ পাবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, বিমা কোম্পানি আগামী মাসের মধ্যে হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে। বিএসসি এই ব্যবস্থা করে দিয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি ২৯ জন নাবিকসহ 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি তুরস্কের বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ায় জাহাজটি বন্দরে আটকা পড়ে। ২ মার্চ জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হলে হাদিসুর নিহত হন।
ওই জাহাজের ২৮ জন ক্রু গত ৯ মার্চ দেশে ফিরে আসেন। ১৪ মার্চ টার্কিস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় আনা হয়। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
Comments