২০ লাখ টাকাসহ কক্সবাজারের সার্ভেয়ার আটক

সার্ভেয়ার আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার একজন সার্ভেয়ারকে আটক করা হয়েছে। তবে, পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি।

সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত জেলা প্রশাসনের সার্ভেয়ার আতিকুর রহমানকে ঢাকা বিমানবন্দর থেকে ২০ লাখ টাকাসহ আটক করেছে সরকারি একটি সংস্থা।

কক্সবাজার থানার উপ-পরিদর্শক ইফতেখার মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, আতিকুর রহমান নামে একজন পুলিশ হেফাজতে আছেন।

তবে, তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য অতিরিক্ত উপ-কমিশনার (রাজস্ব) আল আমিন পারভেজের নেতৃত্বে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা থানায় আছেন।

এ বিষয়ে জানতে কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

কক্সবাজার দুদক (দুর্নীতি দমন কমিশন) কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, আটকের বিষয়টি আমাদের জানানো হয়েছে।

Comments