সরকারি নির্দেশে নিউমার্কেট এলাকায় ইন্টারনেটের গতি কম
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনার মধ্যে সরকারি নির্দেশে ওই এলাকার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে টেলিকম অপারেটররা।
অপারেটর সূত্রে জানা গেছে, 'কর্তৃপক্ষ' এর নির্দেশনা অনুযায়ী বিকেল সাড়ে ৪টা থেকে নিউমার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়।
জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'যদি সরকার মনে করে যে নেটওয়ার্ক বন্ধ করে সংঘর্ষের বিস্তার বন্ধ করা যাবে, তাহলে নেটওয়ার্ক বন্ধ করা যেতে পারে।'
'অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করে ঘটনাস্থল থেকে সংঘর্ষের লাইভ করে। এগুলো সংঘর্ষে উস্কানি দিতে পারে। এ কারণে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়,' বলেন তিনি।
ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকলেও গ্রাহকরা মোবাইলে ভয়েস কল করতে পারছেন বলে জানান তিনি।
Comments