‘সবচেয়ে ছোট’ গরু রাজশাহীর মাফিন

ছবি: সংগৃহীত

ব্যতিক্রমী জাতের গরু সংগ্রহের নেশা থেকে রাজশাহীর এক গরুর খামারি সংগ্রহ করেছেন ক্ষুদ্রাকৃতির একটি গরু। এটিকে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত গরু দাবি করছেন তিনি। 'মাফিন' নামের গরুটি সাড়ে ২৩ ইঞ্চি লম্বা।

মৃত্যুর ৩৯ দিন পর গত সেপ্টেম্বরে  গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম উঠে বাংলাদেশের সাভারের শিকড় এগ্রো ফার্মের গরু রানীর। ২৬ কেজি ওজনের গরু রানীর উচ্চতা ছিল মাত্র ১ ফুট ৮ ইঞ্চি বা ৫০ দশমিক ৮০ সেন্টিমিটার। রানীর চেয়ে মাফিন মাত্র সাড়ে ৩ ইঞ্চি বড়। রানী মারা যাওয়ায় এখন এটিই বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু বলে দাবি খামারি আরাফাত রুবেলের।

রাজশাহীর সওদাগর এগ্রো ফার্মের মালিক আরাফাত রুবেল গরুটি সংগ্রহ করেছেন সাতক্ষীরা থেকে। আকারে ছোট হওয়ায় তিনি গরুটির নাম মাফিন রেখেছেন। মাফিন মানে ছোট কেক। এ গরুটি রুবেলের খামারের ১২টি বামন গরুর সর্বশেষ সংযোজন।

রুবেল বলেন, 'আমার গরু প্রাপ্তবয়স্ক। সবচেয়ে ছোট গরুর স্বীকৃতির জন্য আমি ২-১ দিনের মধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করব।'

রাজশাহী প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ফজলে রাব্বি গরুটিকে দেখেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, '৪ দাঁতের গরুটি ২ বছর বয়সী। গরুটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। এটি প্রাপ্তবয়স্ক হওয়ায় আর লম্বা হওয়ার সম্ভাবনা নেই।'

প্রতিদিন শত শত মানুষ গরুটি দেখতে রুবেলের বাড়িতে যাচ্ছেন। অনেক খামারি গরুটিকে লাখ টাকায় হলেও কিনে নিতে চাচ্ছেন। কিন্তু রুবেল গরুটি এখনই বিক্রি করতে রাজি নন। তবে তিনি গবেষণা কাজে অথবা চিড়িয়াখানায় প্রদর্শনের জন্য মাফিনকে দিয়ে দিতে রাজি আছেন।

তিনি বলেন, 'গরুটি নিয়ে আমি কোন ব্যবসা করতে রাজি নই। কারণ, এটি বিশ্বের সবচেয়ে ছোট গরু। এটিকে নিয়ে আমার যেমন কৌতূহল, তেমনি মানুষেরও।' 

আরাফাত রুবেল ২০১৮ শেষ দিকে তিনি গরুর খামার শুরু করেন। ব্যতিক্রমধর্মী জাতের গরু দিয়েই খামারের কাজ তিনি শুরু করেছেন তিনি। ১ বছর আগে দেশে ছোট গরুর পরিচিতি ছড়িয়ে পড়লে তিনি ভুটানি গরু সংগ্রহ করা শুরু করেন। এই গরু ভুট্টি নামেও পরিচিত।

সপ্তাহ খানেক আগে সাতক্ষীরার এক গ্রামে ভুট্টি গরু মাফিনের খোঁজ পান। পরে তিনি গরুটি কিনে রাজশাহীতে নিয়ে যান।

Comments

The Daily Star  | English
Bangladesh inflation rate update

Inflation declines to 8.48%, lowest in 27 months    

The easing was driven by declines in both food and non-food inflation

11m ago