লেবার পার্টির সঙ্গে সংলাপে বিএনপি

বিএনপি

সরকার পরিবর্তনের আন্দোলনে বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম গড়তে নাগরিক ঐক্যের পর এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপে বসল বিএনপি।

আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ হয়।

২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সংলাপে বসে।

দেড় ঘণ্টার এ সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, 'আমরা চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় ও বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেছি। এতে মোটামুটি আমরা একমত হয়েছি।'

অবশ্য সংলাপের আলোচনা নিয়ে বিস্তারিত বলতে তিনি রাজি হননি।

তিনি বলেন, 'বলতে চাচ্ছি না এজন্য যে আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাটা আমরা যার যার অবস্থান থেকে কিংবা একযোগে দেবো।'

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, 'জাতির এক ক্রান্তিকালে আমরা আজকে বিএনপির সঙ্গে সংলাপে বসেছি। আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই এবং একটি জগদ্দল পাথর বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। দেশের আইনের শাসন ও মানবাধিকার শূন্যের কোঠায়।'

'এ রকম সময়ে বিএনপির এই আলোচনাকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা (বিএনপি) যে উদ্যোগ নিয়েছে এ দেশের সব দল, মত ও পথের শক্তিকে একত্রিত করে একটা গণতান্ত্রিক অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু করেছে, তাতে আমরা আশা করি এটা পূর্ণতা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ লেবার পার্টি তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করবে,' বলেন তিনি।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপে বসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago