টাঙ্গাইলে নুরের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ
টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগ ও যুবলীগ সমন্বিতভাবে এই হামলা চালিয়েছে জানিয়ে নুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলাম। সেসময় আমার সঙ্গে দলের নেতা-কর্মীরাও ছিলেন। হঠাৎ আমাদের ওপর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা অতর্কিতে হামলা চালায়।'
'আমাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আমার মাথায় ইট-পাটকেল পড়েছে। কতজন আহত হয়েছেন ঠিক বলতে পারছি না', যোগ করেন তিনি।
নুর আরও বলেন, 'পুলিশ আমাকে উদ্ধার করে টাঙ্গাইলের কাগমারী ফাঁড়িতে নিয়ে এসেছে। আমি এখন পুলিশের নিরাপত্তায় আছি।'
Comments