গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আ. লীগের শোকজ
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পার্টি থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দিতে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর বলেন, 'আমি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে নেব। আমি যথাসময়ে নোটিশের লিখিত জবাব দেবো। প্রযুক্তিগত কৌশল খাটিয়ে নির্বাচনি বিরোধিতাকারী এবং ষড়যন্ত্রকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি বরাবর এর প্রতিবাদ করে আসছি এবং এখনো আমি এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করছি।'
সম্প্রতি সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বিভিন্ন কর্মসূচি পালন করেন।
Comments