‘মালিকরা গাড়ির চাবি দিচ্ছেন না’

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল। ৫ নভেম্বর ২০২১। ছবি: স্টার

'মালিকরা গাড়ি চালাতে দিচ্ছেন না। গাড়ির চাবি নিয়ে নিয়েছেন। শ্রমিকরা এখন টার্মিনালেই অনিশ্চয়তার মধ্যে আছেন।'

ছবি: স্টার

আজ শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক পরিবহন শ্রমিক।

সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকদের সংগঠন। এ কারণে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন চাকরির পরীক্ষার্থীরা।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে নাম প্রকাশে অনিচ্ছুক সেই শ্রমিক ডেইলি স্টারকে আরও বলেন, 'সরকার যদি তেলের দাম কমায় বা মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে আসে... তখন যে নির্দেশনা আসবে সেই মোতাবেক গাড়ি চলবে।'

'ধর্মঘটের সিদ্ধান্ত আমাদের না। আমরা তো শ্রমিক। মালিকরা গাড়ি চালাতে দিচ্ছেন না বলেই আমরা চালাতে পারছি না,' যোগ করেন তিনি।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে ঢাকায় ব্যাংকের পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় গাড়িতে উঠে ভেঙে ভেঙে এসে আজ ভোররাত ৩টায় মহাখালী বাসস্ট্যান্ডে নামি। সেখানে বেশি ভাড়া দিয়ে একটা হোটেলে ছিলাম। বেশি ভাড়া দিয়ে খিলগাঁওয়ে পরীক্ষা দিতে এসেছি।'

তিনি আরও বলেন, 'পরিবহন শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনার দরকার ছিল। আজকে ব্যাংক, খাদ্য মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পরীক্ষা আছে। আমরা শিক্ষার্থী। পরীক্ষা দিতে এসে এত টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না।'

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago