মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাইন বিস্ফোরণে আহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষী

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে দেশটিতে কর্মরত ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

গত শুক্রবার দেশটির রাজধানী বাঙ্গুই থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরে ওহাম-পেন্ডে প্রদেশের বোহংয়ে ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে দেশটির রাজধানী বাঙ্গুই শহরে জাতিসংঘ মিশন পরিচালিত হাসপাতালে নেওয়া হয়েছে।

এ নিয়ে ৪ বার এ ধরনের হামলার শিকার হলো দেশটিতে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একই ধরনের ঘটনায় তানজানিয়ার ৩ শান্তিরক্ষী আহত হয়। ধারণা করা হচ্ছে তারাও পুঁতে রাখা মাইন বিস্ফোরণেই আহত হয়েছেন।

সেক্রেটারি জেনারেলের বিশেষ প্রতিনিধি ও দেশটিতে পরিচালিত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান মানকেউর এনদিয়ায়ে বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় আহত তানজানিয়া ও বাংলাদেশের ৬ শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সশস্ত্র গোষ্ঠীর অজ্ঞাত ডিভাইস বিস্ফোরকের ব্যবহারের তীব্র নিন্দাও জানানা মিশন প্রধান।

Comments

The Daily Star  | English

Make right to vote a fundamental right

The Constitutional Reform Commission proposes voting to be recognised as a fundamental right, so that people can seek legal remedies if it is violated.

14h ago