বেতন বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করতে চান চট্টগ্রাম ওয়াসার এমডি

ছবি: সংগৃহীত

বেতন বাড়াতে চান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ। বর্তমান মূল বেতন ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার জন্য ওয়াসা বোর্ড বরাবর আবেদন করেছেন তিনি।  

আজ সোমবার সকালে অনুষ্ঠিত চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৬৫তম সাধারণ সভায় এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ওয়াসা বোর্ডের এক সদস্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমডির বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সভায় কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'

২০০৯ সালের ৬ জুলাই এ কে এম ফজলুল্লাহ চেয়ারম্যান পদে এক বছরের জন্য চট্টগ্রাম ওয়াসাতে নিয়োগ পান। ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসাতে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ তৈরি হলে সেই পদে নিয়োগ পান ফজলুল্লাহ। এরপর থেকে ১১ বছর ধরে তিনি ওয়াসার এমডি পদে আছেন।'

ওয়াসা থেকে জানা গেছে, বাড়িভাড়া, চিকিৎসা, আপ্যায়ন ও বিশেষ ভাতাসহ সব মিলিয়ে ৩ লাখ ১৭ হাজার টাকা বেতন পান চট্টগ্রাম ওয়াসার এমডি।

বেতন বাড়ানোর জন্য গত বছরের মে মাসে ওয়াসা বোর্ডকে চিঠি দিয়েছিলেন এ কে এম ফজলুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে ওয়াসা বোর্ডের ৬১তম সভায় এমডির বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীকালে ওই কমিটি আর প্রতিবেদন দেয়নি।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

8h ago