বনানীতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
রাজধানীর বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৬) মৃত্যু হয়েছে। পুলিশ ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
বনানী থানার পরিদর্শক তদন্ত আলমগীর গাজী দ্য ডেইলি স্টারকে জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে পুলিশ মেঘলার মরদেহ উদ্ধার করেছে। মেঘলার শরীরে আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত ইলমা চৌধুরী মেঘলা (২৬) ঢাবির নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তার পরিবার দাবি করেছে, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
মেঘলার খালু ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাগ্নিকে তার স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করে হত্যা করেছে। তার শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন আছে।'
তিনি আরও বলেন, 'সে আত্মহত্যা করতে পারে না।'
ইকবাল হোসেন জানান, মেঘলা ৬ মাস আগে কানাডা প্রবাসী ইফতেখার আবেদীনকে বিয়ে করেন এবং তার স্বামীর বানানীর বাসায় থাকতেন। কিছুদিন আগে ইফতেখার আবেদীন কানাডা থেকে ঢাকায় আসেন।
এদিকে মেঘলার মৃত্যুর খবরে শিক্ষক ও সহপাঠীরা ঢামেকে ছুটে যান। তারা মেঘলার মৃত্যুর ঘটনার তদন্তের দাবি জানান।
নিহতের সহপাঠী জান্নাতুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেঘলার বিয়ের পর ওর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। মেঘলা সর্বশেষ সেপ্টেম্বরে একটি পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছিল।'
ঢাকা বিশ্ববিদ্যালয়েক প্রক্টর অধ্যাপক ড একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৃত্যুর খবরটি আমরা শুনেছি৷ এটি খুবই দুঃখজনক৷ ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন আছে, এমন অভিযোগ আছে৷ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে৷ তার পরিবার থেকে যে সহযোগিতা চাওয়া হবে, তা বিশ্ববিদ্যালয় করবে৷'
Comments