ভারতীয় গণমাধ্যমে পদ্মা সেতু

বহু প্রতীক্ষার পদ্মা সেতু উদ্বোধন নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের চিত্র গুরুত্ব দিয়ে তুলে ধরে ভারতীয় গণমাধ্যমগুলো। সীমান্তের ওপারের এই গণমাধ্যমগুলোর বেশিরভাগেরই আগ্রহের কেন্দ্রে ছিল পদ্মা সেতুর কারণে ঢাকা-কলকাতার মধ্যে যাতায়াত কতটা সহজ হবে আর মোংল বন্দর ব্যবহারে কতটা সুবিধা পাবে ভারতীয়রা সেই খবর।

ইন্ডিয়া টুডে তার প্রতিবেদনে বলেছে, পদ্মা নদীর ওপর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ রেল ও সড়ক সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

ঢাকা থেকে করা ওই প্রতিবেদনে তারা আরও বলেছে, পদ্মা সেতু থেকে যে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে তা ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা এনে দেবে।

প্রতিবেদনটিতে বলা হয়, গুম ও নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধীদের প্রতিবাদের মধ্যেও শেখ হাসিনার সমালোচকরা পর্যন্ত তার ১৩ বছরের ক্ষমতাকালে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নের ধারাবাহিকতার কথা স্বীকার করে নেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানের উদ্ধৃতিতে ইন্ডিয়া টুডের রিপোর্টে বলা হয়, ঢাকার সঙ্গে মোংলা বন্দর ও দক্ষিণের জেলাগুলোকে যুক্ত করা পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ বাড়াবে।

দ্য হিন্দু ও রিপাবলিক টিভি পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে তাদের অনলাইন সংস্করণে খবর প্রকাশ করেছে। এ উপলক্ষে ভারতীয় হাইকমিশন থেকে বাংলাদেশ সরকারকে যে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে, তার কথা খবরে উল্লেখ করা হয়েছে।

ঢাকা ও কলকাতার মধ্যে রেলপথে দূরত্ব অর্ধেক কমিয়ে দেওয়ার কথা হিন্দুস্তান টাইমস তার ভিডিও প্রতিবেদনে উল্লেখ করেছে।

সংবাদ সংস্থা পিটিআই এর ঢাকা সংবাদদাতার পাঠানো খবর একাধিক ছবিসহ প্রচার করেছে এনডিটিভি।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago