বিদ্যুৎবিভ্রাটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৮ মিনিট টোল আদায় বন্ধ
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বিদ্যুৎবিভ্রাটের কারণে ৮ মিনিট টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল।
রোববার সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে হঠাৎ করে টোল প্লাজার বিদ্যুৎ চলে যায়। তখন জেনারেটর চালু করা হলেও, বিদ্যুৎ আসার পর ৭টা ৯ মিনিটের দিকে আবার টোল আদায় শুরু হয়।
জাজিরা প্রান্তে টোল প্লাজার দায়িত্বরত সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সকাল থেকে কোনো সমস্যা ছাড়াই যানবাহনের টোল আদায় করা হয়েছে। সারাদিন ঢাকাগামী যানবাহনের যথেষ্ট চাপ ছিল। কিন্তু সন্ধ্যা ৭টা ১ মিনিটের দিকে হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এ সময় সেতুর টোল আদায় কার্যক্রম বন্ধ রাখা হয়।'
তিনি বলেন, 'টোল কার্যক্রম সচল রাখতে তখন জেনারেটর চালু করা হয়। কিন্তু জেনারেটর চালুর পরপর ৭ টা ৯ মিনিট বিদ্যুৎ আসে। তখন থেকে আবার টোল আদায় শুরু হয়।'
প্রকৌশলী আব্দুল হোসেন আরও বলেন, 'এ সময় গাড়ির একটু জট তৈরি হলেও, টোল প্লাজা সচল হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গাড়ির জট কমে গিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।'
Comments