পদ্মা সেতুর দুই টোল প্লাজা পারের অপেক্ষায় হাজারো গাড়ি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা ও শরিয়তপুর নাওডোবা টোল প্লাজার কাছে হাজারো যানবাহন পারের অপেক্ষায় আছে।
দুই টোল প্লাজার কাছে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন পারের অপেক্ষায়।
রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুই পাড়ে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, মাওয়া টোল প্লাজার কাছে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে আছে কয়েক হাজার মোটরসাইকেল। পাশাপাশি আছে বাস, ট্রাক। এছাড়া টোল প্লাজার চাপ কমাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সাড়ি রয়েছে। ধীরগতিতে টোল প্লাজার কাছে যাচ্ছে গাড়ি। প্রায় ৩৫ মিনিট যাবত আটকে থাকছে হয়েছে মোটরসাইকেল যাত্রীদের।
অন্যদিকে, নাওডোবা টোল প্লাজা পারের জন্য হাজারো যানবাহন অপেক্ষায় আছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। রয়েছে ট্রাক, বাসও। প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে ঢাকামুখী যানবাহন অপেক্ষায় আছে।
গত প্রায় ২ ঘণ্টা যাবত এমন চিত্র লক্ষ্য করা গেছে দুটি টোল প্লাজায়।
Comments