শামীম ওসমানকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি: সিইসি

সিইসি কে এম নূরুল হুদা। স্টার ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, 'তবে একেবারে তাকে নোটিশ করে বা শাস্তি দেওয়া বা আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন করেননি।'

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে সিটি করপোরেশন নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গত সোমবার দুপুরে শহরের চাষাঢ়ায় বাঁধন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভিকে সমর্থন দেন শামীম ওসমান।

এ ছাড়া, তার সংবাদ সম্মেলনের ব্যানারেও নৌকা প্রতীক ছিল। এসময় তিনি ঘোষণা দেন নৌকার পক্ষে কাজ করবেন।

Comments

The Daily Star  | English
Tk 2 daily wage for prisoners in Bangladesh

Tk 2 for a day's labour: Prisons chief pushes to reform inmate pay

"This is why prison-made products are so cheap. But this also makes inmates lose interest in work"

1h ago