আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'নির্বাচন যদি সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয় তাহলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব। এটা আমার চাচা নিজেও জানেন যে, আমার এখানে কী অবস্থান। আমি লক্ষাধিক ভোটেই পাশ করব।'
আজ শুক্রবার সকাল ১১টায় শহরের পশ্চিম দেওভোগ এলাকায় 'চুনকা কুটির' নামে নিজ বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
একদিন পর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। জয়ের ব্যাপারে কী আশা করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী এসব কথা বলেন।
তৈমূরের অভিযোগ সম্পর্কে আইভী বলেন, 'আমি খুব শক্ত ব্যক্তিত্বের মানুষ। আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে তৃণমূল থেকে সব জায়গায়। আমাকে দুর্বল করা এত সহজ কিছু না। আমি কোন কিছুতেই দুর্বল হবো না, কোন কিছুতেই আমাকে প্রভাবিত করতে পারবে না। আমি আমার জায়গায় আছি।'
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ডিসির বৈঠকের বিষয়ে আইভী বলেন, 'আমি ঠিক জানি না উনারা কী আলাপ করেছেন। যারা আমার নেতা-নেতৃবৃন্দ আছেন, যারা ঢাকা থেকে এসেছেন তাদের সম্পর্কে সবাই জানে। এখানে অনেকেই বিভিন্ন ওয়ার্ডে গিয়েছেন। প্রত্যেকেই দেখেছেন এখানে আইভী কোন অবস্থানে আছে। আমার নেতৃবৃন্দ কখনো আমার বিজয় নিয়ে শঙ্কিত ছিলেন না। একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত। ওনারা খুব ভালো করে জানেন যে, আইভী বিজয়ী হবে।'
কেন্দ্রীয় নেতারা নির্বাচনকে প্রভাবিত করছে? জবাবে আইভী বলেন, 'আমার মনে হয় কেন্দ্রের লোকজন কাউকে প্রভাবিত করছে না। এ কথাটা সঠিক না। ওনারা হয়তো অন্য কোন কারণে পর্যবেক্ষণ করছে, যাতে এখানে কোন ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। নিজের দলের একটু প্রবলেম আছে। এত বড় দল প্রবলেম তো থাকেই, থাকতেই পারে। আমার মনে হয়, তারা সেটাই পর্যবেক্ষণ করছে। ভোটের মাঠে গিয়ে কিন্তু তারা কখনোই কোন নেগেটিভ কিছু বলেনি। আমার মনে হয় কোন রকম ঝামেলা যেন না হয় সেটা দেখছে।'
Comments