নজরুলকে ‘জাতীয় কবি’ ঘোষণা করে গেজেট প্রকাশ করতে রুল

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশের জাতীয় কবি' ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশের জাতীয় কবি' হিসেবে ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য সরকারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই রুল জারি করেন।

আইনজীবী আসাদ উদ্দিন চলতি বছরের ২২ জুন হাইকোর্টে জনস্বার্থ মামলা হিসেবে রিট আবেদনটি জমা দিয়ে বলেন, দেশের সব নাগরিক জানলেও কবি কাজী নজরুল ইসলাম যে বাংলাদেশের জাতীয় কবি, তার আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।

কয়েকটি প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওই রিট আবেদনে আরও বলা হয়, ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কাজী নজরুল ইসলামকে বাংলার মানুষের পক্ষ থেকে কলকাতার অ্যালবার্ট হলে সংবর্ধনা দেওয়া হয়। নেতাজী সুভাষচন্দ্র বসু ও শেরে বাংলা এ কে ফজলুল হক সহ অনেক বিশিষ্ট ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে কাজী নজরুল ইসলামকে জাতীয় সম্মাননা দেওয়া হয়েছিল।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে ১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো সরকারি বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।

আজ এই রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

2h ago