ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আজ‌ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, 'ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেট অভিমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভাড ভ্যানের চালকসহ ২ জন নিহত হন। দুর্ঘটনায় ট্রাকে থাকা আরও ২ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

4h ago