বোয়ালমারীতে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর মাছ বাজার সংলগ্ন নির্মাণাধীন মার্কেট ভবনে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক বিল্লাল শেখ উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের বাসিন্দা লোকমান শেখের ছেলে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
স্থানীয় সূত্রে জানা যায়, গণেশ সাহার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ৩ জন নির্মাণ শ্রমিক। ভবনটির সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ থাকায় পানি ও ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল। এতে ট্যাংকে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ৩ শ্রমিক ট্যাংকটি পরিষ্কার করতে নামলে ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসে বিল্লাল শেখ ট্যাংকের ভেতরই মারা যান। এ সময় অপর ২ শ্রমিক দ্রুত ট্যাংক থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে বোয়ালমারী দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে নিহত বিল্লালের মরদেহ উদ্ধার করে।
ওই ভবনের মালিক গণেশ সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিন নির্মাণ শ্রমিকরা কাজে আসে। রোববার কাজে আসার পর জানতে পারি ট্যাংকে নামার পর বিল্লাল নামে এক শ্রমিকের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।'
বোয়ালমারী দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার জানান, সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ ছিল। ময়লা আবর্জনা পচে ট্যাংকে বিষাক্ত গ্যাস জমেছিল। ট্যাংক পরিষ্কার করতে গেলে গ্যাসের কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
Comments