পাহাড় ধসে প্রাণ গেল দোকানে ঘুমিয়ে থাকা রায়হানের
চট্টগ্রাম বন্দরনগরীর ষোলশহর এলাকায় ভারী বৃষ্টিতে পাহাড় ধসে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রায়হান কুমিল্লার লাকসামের বাসিন্দা।
আজ সোমবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, ভারী বৃষ্টিতে রাতে গ্রিন ভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ছেলেটি তাদের দোকানের (টং দোকান) ভিতরে ঘুমাচ্ছিল। পরে পাহাড় ধসে মাটির অংশ দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তার পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে। মরদেহ দাফনের জন্য কুমিল্লায় নিয়ে গেছে তার পরিবার।
গত কয়েক দিন ধরে বন্দর নগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে শনিবার ভোরে শহরের আকবরশাহ এলাকায় দুটি পৃথক ঘটনায় ভূমিধসে ৪ জন নিহত হন। এ মৃত্যুর পর চট্টগ্রাম প্রশাসন পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। ভূমিধসের হাত থেকে বাঁচতে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন দমকলকর্মীরা।
Comments