পদ্মা সেতুতে পেঁয়াজের ট্রাকটি ৩ মিনিট ধরে ডানে-বামে হেলে চলছিল

সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

পদ্মা সেতুতে পেঁয়াজ বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৩ জন আহত হন। উল্টে যাওয়ার আগে ট্রাকটি প্রায় ৩ মিনিট ধরে ডানে-বামে হেলতে হেলতে চলছিল। এভাবে চলতে চলতে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মূল সেতুর মাওয়া প্রান্তে এ ঘটনা ঘটে।

পেঁয়াজ বোঝাই ট্রাকে থাকা আড়ৎদার মো. শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূল সেতুতে তখন আশেপাশে গাড়ি ছিল। সে জন্য চালক তখন  এদিক ওদিক করে চালাচ্ছিলেন। প্রায় ৩ মিনিট এভাবে চলার পর ঢাকামুখী লেনের ভায়াডাক্টে (সেতুর গোড়া) গাড়ি মাওয়া প্রান্তের টোল প্লাজার আগে সেতুর লোহার রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।'

এ ঘটনায় আহত হয়েছেন-ট্রাক চালক মো. ইয়াসিন(৩৫), হেলপার রুবেল (২৫), পেঁয়াজের মালিক কেরামত (৩৮)।

ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ খুলে পড়ে যায়। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কী কারণে ট্রাক নিয়ন্ত্রণ হারায়, তা জানি না। সেতুতে আমরা ঠিকভাবেই চলছিলাম। নিয়ন্ত্রণ হারানোর পর খুব ভয়ে ছিলাম।'

'অতিরিক্ত লোড ছিল কি না, তাও বলতে পারছি না। তবে, লোড বেশি থাকার কারণে এপাশ ওপাশ দুলছিল কিছুটা,' যোগ করেন তিনি।

এ দিকে, ট্রাকের ধাক্কা লেগে বেঁকে গেছে সেতুর লোহার রেলিং। সেতুর সড়কের পিচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকে থাকা পেঁয়াজের বস্তা সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। সেতুর ঢালেও বস্তা পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেতুতে কর্মরত শ্রমিক দেলোয়ার হোসেন ডেইলি স্টারকে জানান, 'দূর থেকে দেখছিলাম দ্রুতগতির একটি ট্রাক এসে বাম পাশের ঢাকামুখী লেনে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগল। পরে সেতুর সড়কেই সেটি উল্টে যায়। এতে রেলিং বেঁকে যায়।'

পেঁয়াজ সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

তিনি বলেন, 'ধাক্কা লেগে ট্রাকের সামনের অংশ খুলে পড়ে যায়। গাড়ির তেল বের হয়ে সড়কে পড়ে যায়। মূল সেতুতে যদি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হতো, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।'

টোল প্লাজায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, 'বেশিরভাগ পণ্য বোঝাই ট্রাকের ফিটনেস থাকে না। অনেক সময় দেখা যায় চালকও অদক্ষ। তাদের সেতুতে প্রবেশ করতে দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ।'

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি যদি নদীর ওপরের অংশে মূল সেতুতে চলার সময় উল্টে যেত, তবে ওই লেনের সব গাড়ি ক্ষতিগ্রস্ত হতো। বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।

এদিকে, এ ঘটনায় ট্রাক চালকসহ আহত ৩ জনকে নিকটস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় পাঠান।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিনা খান ডেইলি স্টারকে বলেন, 'বিকাল পৌনে ৫টার দিকে আহত অবস্থায় ৩ জনকে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।'

'তারা সবাই আঘাতপ্রাপ্ত। পা-হাত ভেঙে হাড় বের হয়ে গেছে। তবে কারও অবস্থা আশঙ্কা নয়,' যোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে লৌহজং থানার এসআই মহরুম আলী ডেইলি স্টারকে জানান, ট্রাকটি মূল সেতু অতিক্রম করে সেতুর ভায়াডাক্টে এলে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আহতদের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি জানান, ট্রাকটিতে আনুমানিক সাড়ে ৭ হাজার কেজি পেঁয়াজ ছিল। সেগুলো ফরিদগঞ্জ থেকে ঢাকার শ্যামবাজার নিয়ে যাওয়ার কথা ছিল।

৮৯ বস্তা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গতির কারণে ট্রাকটি উল্টে যায়। রেকার দিয়ে ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

4h ago