ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর।
নিহত নারী হলেন নাজমা বেগম (৪৫)।
ওসি জামাল উদ্দীন মীর বলেন, 'গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ওই নারী মুগদা থানাধীন টিটি পাড়া এলাকায় সড়ক পার হতে গেলে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও জানান, বর্তমানে ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং এর চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আকতার জানান, নিহত নারীর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচর গ্রামে। তার স্বামীর নাম আব্দুর রহিম মুন্সি। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
ঢামেক মর্গে নাজমার মেয়ে পুর্নিমা আক্তার জানান, তার মা গ্রামের বাড়িতে থাকতেন। গত ৩ দিন আগে বাবার সঙ্গে রাগারাগি করে ঢাকায় আসেন। গত রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান যে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন।
Comments