সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড

কারও বিন্দুমাত্র দায় থাকলে বিচারের মুখোমুখি হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: স্টার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও বিন্দুমাত্র অবহেলা-দায় থেকে থাকলে অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়া ও কেউ গ্রেপ্তার না হওয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, 'কোনো অপরাধকেই আমরা দায়মুক্ত করি না। যে অপরাধ করেছেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

'এখানে যে ঘটনা ঘটেছে, আমি আগেই বলেছি, তদন্ত হচ্ছে এবং তদন্ত হওয়া পর চিহ্নিত হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত কিংবা অবহেলার কারণে কিংবা যেকোনো কারণেই তাদের যদি বিন্দুমাত্র অবহেলা-দায় থেকে থাকে, অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে', যোগ করেন তিনি।

এর আগে, অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ২টার দিকে তিনি ডিপোতে যান। সেসময় আগুন নির্বাপণে ও উদ্ধার কাজে থাকা সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেন। তবে এসময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

বিএম ডিপোতে ৬-৭ মিনিট অবস্থান করে স্বরাষ্ট্রমন্ত্রী চমেকের উদ্দেশে রওনা দেন। দুপুর পৌনে ৩টায় তিনি হাসপাতালে পোঁছান।

আজই নৌ-পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল হকের বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করার কথা রয়েছে।
  
এদিকে, ৪২ ঘণ্টা পেরিয়ে গেলে এখনো নিয়ন্ত্রণে আসেনি ডিপোর আগুন, তবে নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

27m ago