তেঁতুলতলা মাঠ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

কলাবাগান থানা নির্মাণের জন্য বরাদ্দকৃত তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে ঈদ বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসক কলাবাগান থানায় জমি বরাদ্দ দেন এবং সব প্রক্রিয়া শেষ করে নির্মাণকাজ শুরু হলে খেলার মাঠের দাবিতে বিক্ষোভ শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরাও মনে করি খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক তাই খেলার মাঠের ব্যবস্থা করতে হবে।'

তিনি বলেন, 'আমি এ ব্যাপারে মেয়রসহ সংশ্লিষ্টদের বিকল্প খুঁজতে বলেছি এবং এ বিষয়ে পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।'

মন্ত্রী বলেন, 'কলাবাগান খেলার মাঠ সম্পর্কে আমরা যাই বলি না কেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বড় দায়িত্ব রয়েছে এবং আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হলে সবকিছু মুখ থুবড়ে পড়বে। কলাবাগান থানা প্রতিষ্ঠা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল কারণ স্টেশনটি একটি ভাড়া বিল্ডিংয়ে কাজ করছে।'

মাঠের দাবিতে বিক্ষোভের ঘটনায় মা-ছেলেকে আটকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, 'আমাকে সন্ধ্যার পরে অনেকেই ফোন করেছিল। আমি ঘটনার যতটুকু জেনেছি তা হচ্ছে, তারা লাইভ ভিডিওতে এসে অনেক কিছু প্রচার করছিল। সেগুলো নাকি একটু অসঙ্গতিপূর্ণ। সেজন্য বারবার নিবৃত করার পরও আইনশৃঙ্খলা বাহিনী যখন থামাতে পারেনি, তখন তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Container service links Ctg to Karachi

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

2h ago