ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০২৬ সালে চালু

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার এক্সপ্রেসওয়ের ‘স্টাটিকলোড টেস্ট’ এর পাইলট পাইলিংয়ের উদ্বোধন করেন। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

ঢাকায় দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০২৬ সালের জুনে চালু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার রাজধানীর উপকণ্ঠে ধউরে ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ের 'স্টাটিকলোড টেস্ট' এর পাইলট পাইলিংয়ের উদ্বোধনের পর এ কথা জানান।

কর্মকর্তা জানান, এই ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সঙ্গে সংযুক্ত করবে। এটি ব্যবহারের জন্য যানবাহনকে টোল দিতে হবে, প্রকল্পের কর্মকর্তারা জানান।

প্রকল্পের মোট খরচ ১৬ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে চীন ঋণ হিসেবে ৬৫ শতাংশ খরচ দেবে।

সরকার ২০১৭ সালের সালের অক্টোবরে প্রকল্পটির অনুমোদন দেয়। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা আছে। কিন্তু চীন অর্থায়নে বিলম্ব করছে বলে জানান কর্মকর্তারা।

ওবায়দুল কাদের বলেন, 'এখন তহবিল সংক্রান্ত কোনো সমস্যা নেই।'

বর্তমানে সরকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে যা বিমানবন্দরকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে। সংশোধিত সময়সীমা অনুযায়ী ২০ কিলোমিটার এক্সপ্রেসওয়েটি ২০২৩ সালের জুনে চালু হবে।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Reducing US trade GAP: Dhaka turns to Boeing, wheat imports

Bangladeshi officials are preparing for a third round of talks in Washington next week

9h ago