ঠাকুরগাঁওয়ে শিশু নিহত: দায় থাকলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: স্টার

ঠাকুরগাঁওয়ে যে শিশু নিহত হয়েছে, সে যদি পুলিশের গুলিতে মারা গিয়ে থাকে, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে এ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পুলিশের গুলিতে শিশু নিহতের অভিযোগ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ঠাকুরগাঁওয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ গুলি করেছে। সেখানে যে শিশু নিহত হয়েছে, এ ঘটনায় তদন্ত হবে। তদন্তে যদি দেখা যায় যে সে পুলিশের গুলিতে মারা গিয়েছে, তাহলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago