টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তা প্রায় ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ফাঁকা হয়ে গেছে। ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলমুখী যানবাহনের চাপ কমায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে এখনো ধীর গতিতে চলছে যানবাহন। কিছু সময়ের মধ্যে সেটিও ঠিক হয়ে যাবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, যানবাহনের চাপ হঠাৎ একদম কমে যাওয়ায় টাঙ্গাইল থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক প্রায় ফাঁকা হয়ে গেছে।

তিনি আরও জানান, তবে বঙ্গবন্ধু সেতুর পূর্ব সংযোগ সড়কের ১৩ কিলোমিটারে এখনো ধীর গতিতে যানবাহন চলছে। সিরাজগঞ্জ অংশে যানজট না থাকায় এ অংশেও যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে শিগগির।

'তবুও আমরা সতর্ক আছি যেন কোনো কারণে রাতে কোনো তৈরি না হয়,' বলেন তিনি।

  

Comments

The Daily Star  | English

Consumption culture only producing waste: Prof Yunus

The chief adviser, at COP29, calls for a new economic framework to tackle climate crisis

1h ago