‘চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ’ পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার

এ বছর জাতিসংঘ ফাউন্ডেশনের 'চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ' পুরস্কার পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ৯ ডিসেম্বর নিউইয়র্কে আয়োজিত 'উই দ্য পিপলস' অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকনজো-ইওয়েইলা।

পৃথিবীর সব জায়গায়, সবার জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে জাতিসংঘের লক্ষ্যগুলো ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।

নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এই পুরস্কার দেওয়া হলো মানুষের মর্যাদা, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার অসামান্য নেতৃত্ব ও উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ।

জাতিসংঘের উপমহাসচিব আমিনা জে মোহামেদ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানেই ড. ইউনূসের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। যার মূল বিষয়বস্তু ছিল ড. ইউনূসের "তিন শূন্য'র পৃথিবী" ও তা সৃষ্টির প্রচারাভিযান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন, জাতিসংঘ মহাসচিব কফি আনান ও বান কি-মুন, আর্চবিশপ ডেসমন্ড টু টু এবং শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি 'চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ' পুরস্কার পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

2h ago