চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শরীফ উদ্দিনের
চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে এবং নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, 'দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য আমি প্রভাবশালীদের বিরুদ্ধে সাহসী উদ্যোগ নিয়েছিলাম এবং তাদের ক্রোধের শিকার হয়েছি। আমি প্রভাবশালীদের রোষানলের শিকার।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো। আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। চাকরি ফিরে পেতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।'
গত ১৬ ফেব্রুয়ারি বরখাস্ত হওয়া শরীফ আজ মঙ্গলবার দুদকের সেগুনবাগিচা সদর দপ্তরে আসেন। সেখানে তিনি তার কার্যক্রম নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
নতুন কর্মস্থলে যোগদানে বিলম্বের বিষয়ে দুদক এ জিজ্ঞাসাবাদ করা হয়।
'আমি বরখাস্ত হয়েছি তবুও আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে,' তিনি বলেন।
Comments