চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে বন্ধ করে বেকারত্বের সমাধান দিলেন এমপি রেজাউল

রেজাউল করিম বাবলু। স্টার ফাইল ফটো

দেশে বেকার সমস্যা সমাধানে চাকরিজীবী পুরুষ চাকরিজীবী নারীকে এবং চাকরিজীবী নারী চাকরিজীবী পুরুষকে যাতে বিয়ে করতে না পারে এ বিষয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

আজ জাতীয় সংসদে আইনমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, 'দেশে এখন চার কোটি বেকার। কিন্তু এ বেকার সমস্যা সমাধান হচ্ছে না, কারণ দেশে চাকরিজীবী পুরুষরা চাকরিজীবী নারীদেরকে বিয়ে করছেন, আর চাকরিজীবী নারীরা চাকরিজীবী পুরুষদের বিয়ে করছেন। ফলে যারা বেকার আছেন, তারা বেকারই থাকছেন।'

এক্ষেত্রে সমাধানের উপায় হিসেবে আইনমন্ত্রীর কাছে প্রস্তাব করে তিনি বলেন, 'আইন করে যদি এ ধরনের বিয়ে বন্ধ করা হয়, তাহলে বেকার সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।'

এছাড়া পিতা-মাতা দুজনই চাকরিজীবী হলে, সন্তানরা গৃহকর্মীর হাতে নির্যাতিত হয় বলেও এ ধরনের বিয়ে বন্ধ করা উচিত বলে মনে করেন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

তার এমন দাবি সংসদে হাস্যরসের সৃষ্টি করে। 

এর উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বাবলুর প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বলেন, 'এটি অসাংবিধানিক।'

মন্ত্রী আরও জানান, সংসদ সদস্যের এমন প্রস্তাব নিয়ে এক কদমও হাঁটতে পারবেন না তিনি।

আইনমন্ত্রী বলেন, 'দেশে বাকস্বাধীনতা আছে, তাই যে কেউ যে কোনো কথা বলতে পারবেন। যা খুশি তাই বলতে পারেন। সংসদ সদস্য সে অধিকার ভোগ করলেও জনগণের প্রতিনিধি হিসেবে আমরা যা খুশি তা করতে বা বলতে পারবো না।'

পরে আরেকটি বিলের উপর আলোচনায় অংশ নিয়ে রেজাউল করিম বাবলু তার আগের প্রস্তাবের সমর্থনে কিছু বলতে চাইলে স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে বিলের উপর কথা বলতে অনুরোধ জানান।

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

35m ago