খননের পর পটুয়াখালীর সেই খাল ঘিরেই মানুষের আগ্রহ
পরিচর্যার অভাবে পটুয়াখালী শহরের বি-টাইপ এলাকার খালটি সরু নালায় পরিণত হয়েছিল। পরিণত হয়েছিল মশার আবাসস্থলে। ২০২০-২১ অর্থবছরে পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সিংহভাগ কাজ শেষ হয়েছে।
আর এরই মধ্যে খালটি পটুয়াখালীবাসীর বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এবার ঈদের ছুটিতে মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে বি-টাইপ এলাকা।
পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালের সংস্কার কাজের ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। জুনের মধ্যে পুরো কাজ শেষ হবে। খালের এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াতে থাকবে ঝুলন্ত সেতু, পেডাল বোট এবং ২ পাড়ে বসার জন্য পাকা বেঞ্চ।
নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে এ শহরকে বাসযোগ্য করতে বিভিন্ন প্রকল্প চলমান আছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শহরবাসীর আনন্দ-বিনোদনের সুবিধা আরও বাড়বে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিনই বিকেলে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এখানে বেড়াতে আসেন। কেউ প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত, কেউ গল্পে মগ্ন।
বি-টাইপ এলাকায় বেড়াতে এসে কালিকাপুর এলাকার বাসিন্দা নাজমা বেগম বলেন, করোনায় ২ বছরে কোথাও যেতে পারেননি। এবার সুযোগ এসেছে। সন্তানেরা বায়না ধরেছে লেক দেখবে। তাই পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি।
শহরের নতুন বাজার এলাকার কলেজছাত্রী আফরোজা রুনা বলেন, পটুয়াখালীতে আগে বিনোদনের তেমন কোনো জায়গা ছিল না। সম্প্রতি জেলা পরিষদ একটি শিশুপার্ক করেছে। তবে এই লেকটি বেশি সুন্দর। খুব ভালো লাগছে এখানে এসে। লেকটি পানিতে ভরে উঠলে সৌন্দর্য আরও বাড়বে।
Comments