কোনো মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারে না: বায়তুল মোকাররমের পেশ ইমাম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই অন্য ধর্মের মানুষের ওপর কোনো সহিংস কার্যকলাপকে সমর্থন করে না।
গতকাল শুক্রবার দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'ইসলাম স্পষ্টভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বলেছে।'
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গে এসব কথা বলেন মাওলানা মহিউদ্দিন কাসেম।
তিনি বলেন, 'আমাদের পবিত্র দায়িত্ব হলো, কেউ যদি আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে খারাপ কথা বলে, আমরা তার সমালোচনা করবো এবং প্রতিবাদ করবো৷ কিন্তু এই ধরনের প্রতিবাদ জানানোর জন্য ইসলামের কিছু নিয়ম আছে।'
'এই ক্ষেত্রে আমরা আমাদের অন্তর থেকে ঘৃণা প্রকাশ করবো এবং মৌখিকভাবে প্রতিবাদ করবো। সেই প্রতিবাদের মানে এই নয় যে আমরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেব। রাষ্ট্রের আইন, ইসলামের নিয়ম-কানুন কোনোটিই আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থন করে না।
'আমি বিশ্বাস করি কোনো মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারে না,' বলেন তিনি।
Comments