এসএস পাওয়ার প্ল্যান্টের নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের পাওয়ার প্ল্যান্টের নিখোঁজ এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল থেকে নিখোঁজ থাকার পর বিদ্যুৎকেন্দ্রের একটি খাদ থেকে আজ বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত চীনা শ্রমিক জি কিংওয়েন (৪৯) এসএস পাওয়ার প্ল্যান্টে সাব-কন্ট্রাক্টর এজেন্সির অধীনে কাজ করতেন বলে জানায় পুলিশ।
ওসি জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চীনা কর্মী জি একটি পাইপ ঠিক করতে বিচ পয়েন্টের দিকে গিয়েছিলেন। কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাকে গতকাল সকালে খাদে মাছ ধরতেও দেখেছেন।
তবে, তিনি নাস্তা করতে কিংবা লাঞ্চে যাননি বলে জানান ওসি।
ওসি শফিউল কবির জানান, পাওয়ার প্ল্যান্টের শ্রমিকরা আজ সকালে খাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার শরীরে কাঁকড়ার কামড়ের চিহ্ন পাওয়া গেছে।
জি কিংওয়েনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Comments