ঈদের আগের রাতে গরুর দাম কমে গেছে ২০-৪০ হাজার টাকা
ঈদের আগের দিন আজ মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার কোরবানির হাটগুলোতে গরু-ছাগলের দাম কমতে থাকে। মাত্র একদিনের ব্যবধানে ছোট গরুর দাম ১০ থেকে ২০ হাজার টাকা এবং বড় গরুর দাম ২০ থেকে ৪০ হাজার টাকা কম দামে বিক্রি হতে দেখা গেছে। পাশাপাশি কোরবানির জন্য হাটে আনা খাসির দামও বেশ কমে গেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলী ও কচুক্ষেত পশুর হাটে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে সাইদুল ইসলাম ২৮টি গরু এনেছিলেন কচুক্ষেত হাটে। তিনি দ্য ডেইলি স্টারকে জানান, গত পাঁচ দিনে তিনি ৫ থেকে ১০ হাজার টাকা লাভে দশটি গরু বিক্রি করেছিলেন। আজ সন্ধ্যার পর থেকে রাত দশটার মধ্যে বাকি ১৮টি গরু ২৫ থেকে ৩০ হাজার টাকা করে লোকসানে বিক্রি করেছেন।
আরেক গরু ব্যবসায়ী ফারুক জানান, তার মোট চার লাখ টাকা লোকসান হয়েছে। গত বছর তিনি ২৫টি গরুতে তিন লাখ টাকা লাভ করেছিলেন। সে সময় ঈদের আগের রাতে তিনি ১০টি গরু বিক্রি করেছিলেন ২০ থেকে ৩০ হাজার টাকা লাভে।
তিনি বলেন, ‘এবার আর সেই ভুল করতে চাইনি। তাই এবার বেশিরভাগ গরু রেখে দিয়েছিলাম বেশি লাভের আশায়।’
গরুর ব্যাপারীরা জানালেন, গরুর চেয়ে ক্রেতা কম থাকায় বাজারে আজ বিকেল থেকে গরুর দাম কমতে শুরু করে।
গাবতলী গরুর হাটে ফরিদ ইসলাম এবার ৯০টি খাসি এনেছিলেন। আজ রাত সাড়ে দশটা পর্যন্ত মাত্র ৪০টি বিক্রি করতে পেরেছেন।
ফরিদ দ্য ডেইলি স্টারকে জানান, ক্রেতারা প্রতিটি খাসি কেনা দামের চেয়ে দুই থেকে তিন হাজার টাকা কম বলছে।
রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকা থেকে গাবতলী গরুর হাটে এসেছিলেন ইয়াসিন মিয়া।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, এবার খাসি কোরবানি দেবেন বলে ভেবেছিলেন। কিন্তু, গরুর দাম কমতে থাকায় তিনি ৩৫ হাজার টাকায় ছোট একটি গরু পাবেন বলে আশা করছেন।
গাবতলী গরুর হাটের ব্যাপারীরা জানান, রাতের দিকে আসা ক্রেতাদের বেশীরভাগই ঢাকার বিভিন্ন এলাকার কসাই। দাম কমে যাওয়ায়, কসাইরা কম দামে গরু-খাসি কিনে রাখতে চাইছেন।
Comments