আবদুল গাফ্‌ফার চৌধুরীর দাফন শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

স্টার অনলাইন গ্রাফিক্স

মহান একুশের অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীকে আগামীকাল শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লন্ডন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামীকাল সকাল ১১টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে মরদেহ দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সর্বস্তরের মানুষ সেখানে শ্রদ্ধা জানাবেন।

এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হবে।

বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গত ১৯ মে লেখক, সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী ৮৮ বছর বয়সে লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago