সৈয়দা রত্নাকে গ্রেপ্তার দেখালো পুলিশ, ছেড়ে দিয়েছে ছেলে আব্দুল্লাহকে
রাজধানীর কলাবাগান এলাকায় তেতুলতলা খেলার মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্নার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে তার ছেলে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে।
রত্নার বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে কলাবাগান থানায় মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (নিউমার্কেট জোন) সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে রত্নার ছেলে এইচএসসি পরীক্ষার্থী ঈসা আবদুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রোববার সকালে তেতুলতলা মাঠে কলাবাগান থানা কর্তৃপক্ষের সীমানা দেয়াল নির্মাণের ভিডিও করা অবস্থায় রত্না ও তার ছেলে আবদুল্লাহকে আটক করে পুলিশ।
গত ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার জন্য স্থাপনা নির্মাণে তেতুলতলা খেলার মাঠের জমি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) হস্তান্তর করে।
তবে শিশুদের স্বার্থে খেলার মাঠটি আগের অবস্থায় রাখার দাবি নিয়ে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন এলাকার বাসিন্দারা।
Comments