সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসি-এসআই আহত
সিলেট নগরীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও উপপরিদর্শক নিশু লাল দে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ সময় মিছিল থেকে ২ জনকে আটক করে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বেলা ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। খবর পেয়ে জনদুর্ভোগ নিরসনে কোতোয়ালী থানা ও বন্দরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মিছিল করতে বাধা দেয়।'
'দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে কোতোয়ালী থানার ওসিসহ ২ জন আহত হয়েছেন,' বলেন তিনি।
পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Comments