সাভারে উত্তরবঙ্গগামী বাস থেকে চাঁদা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঈদ উপলক্ষে সাভারের নবীনগরে উত্তরবঙ্গগামী বাস থেকে চাঁদা তোলার অভিযোগ আব্দুর রাজ্জাক (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুর রাজ্জাকসহ আরও ৬ জন উত্তরবঙ্গগামী বনলতা, হক স্পেশাল, শাহআলীসহ কয়েকটি পরিবহন থেকে চাঁদা তুলছিলেন।

আজ শুক্রবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাত ৭ জনের নামে মামলা হয়েছে।

আটক আব্দুর রাজ্জাক আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এসআই হারুন অর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'ঈদকে ঘিরে বিভিন্নস্থানে চাঁদাবাজরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গতকাল বিকেলে নবীনগর এলাকায় দূরপাল্লার পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চাঁদা আদায়ের সময় হাতেনাতে রাজ্জাককে আটক করা হয়।'

মূলত সড়কের পাশে পার্কিংয়ের কথা বলে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নিচ্ছিলেন রাজ্জাক। এ ঘটনায় তার বিরুদ্ধে রাতেই আশুলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এসআই হারুন অর রশিদ।

'আজ তাকে আদালতে পাঠানো হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

53m ago