মতিঝিল থানা আ. লীগের সাবেক নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

ছবি: শাহীন মোল্লা

রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জাহিদের গাড়ি চালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত নারীর নাম সামিয়া আফরান প্রীতি (২২)। কলেজ শিক্ষার্থী প্রীতি ঘটনার সময় রিকশায় তার বান্ধবীর বাসায় যাচ্ছিলেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে জাহিদ মতিঝিলের এজিবি কলোনি থেকে গাড়িতে করে শাহজাহানপুরে তার বাসায় ফিরছিলেন। আমতলা এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে যানজটে আটকে থাকার সময় হেলমেট ও মাস্ক পরা একজন গাড়িতে তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়।

প্রীতির সঙ্গে থাকা বান্ধবী সুমাইয়া জানান, উত্তর শাহজাহানপুর থেকে তারা রিকশায় খিলগাঁও তিলপাপাড়া যাচ্ছিলেন। তিনি বলেন, 'কে গুলি করেছে আমি জানি না।'

রাত ১০টা ২২ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরে খিলগাঁও ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১১টার দিকে চিকিৎসক ২ জনের মৃত্যুর কথা জানান।

ঢামেক-এর পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর কথা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ বলেন, জাহিদকে লক্ষ্য করে গাড়ির জানালা দিয়ে গুলি চালানোর সময় রিকশায় থাকা মেয়েটি বিদ্ধ হয়।

Comments