শাহজালাল বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ডলারসহ আটক ২

উদ্ধারকৃত ডলার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫০০ ইউ এস ডলারসহ ২ জনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

গতকাল বুধবার রাতে এমিরেটস এবং তার্কিস এয়ারলাইন্সের আলাদা ২টি ফ্লাইটে বিমানবন্দর ত্যাগ করার সময় কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম তাদের আটক করে।

কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমানবন্দরে এমিরেটস ইক এর ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসর্পোটধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে ৭ নম্বর বোর্ডিং গেট থেকে সাড়ে ৩০ হাজার ইউ এস ডলারসহ আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছিলেন। মাহমুদার পাসপোর্টের ঠিকানা রাজধানীর নিউমার্কেট এলাকা। তার ২ ছেলে-মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। একমাস আগে তিনি দেশে আসেন।'

অপর এক ঘটনায় গতরাত সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে তার্কিস এয়ারলাইন্সের টিকে ৭১৩ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করার সময় তুর্কি পাসর্পোটধারী মেহমেত রেমজি নামের এক যাত্রীকে ১০ নম্বর বোর্ডিং গেট থেকে এক লাখ বিশ হাজার ইউ এস ডলারসহ আটক করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতে তার শরীরে তল্লাশি করে আরও ৮০ হাজার ইউ এস ডলার পাওয়া যায়। কোনো প্রকার ঘোষণা ছাড়াই তিনি এই ডলার বহন করছিলেন।

হারুন-অর-রশিদ বলেন, 'তুর্কি এই নাগরিক এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন। সবশেষ ১ মাস আগে তিনি আবারও আসেন। কেন তিনি এতো পরিমাণ ডলার বহন করছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু তথ্য দিতে পারেননি।'

'পৃথক ২টি ফৌজদারি মামলায় আটক ২ জনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত ডলার কাস্টমসের গুদামে জমা করা হয়েছে। এছাড়া কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে,' তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English
India visa restrictions for Bangladeshi patients

A wake-up call for Bangladesh to reform its healthcare

India’s visa restrictions on Bangladeshi nationals, while initially perceived as a barrier, could serve as a wake-up call for Bangladesh to strengthen its healthcare system and regain the confidence of its patients.

12h ago