নিরাপদ সড়ক আন্দোলনে নৈরাজ্য

মির্জা ফখরুল, রিজভী ও খসরুর বিরুদ্ধে সমন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়ক আন্দোলনের সময় নৈরাজ্য সৃষ্টির জন্য শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৩ নেতার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আগামী ১৪ জুলাই তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপর ২ নেতা হলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ জুন তেজগাঁও থানার একজন পরিদর্শকের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন।

২০১৮ সালের ৬ আগস্ট আওয়ামী লীগ সমর্থিত সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহার আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে আদালত অভিযোগের তদন্ত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

Hasina's extradition: India has 'nothing to add at this point of time’

India today said it has "nothing to add at this point" regarding Bangladesh's interim government's request for the extradition of former prime minister Sheikh Hasina

29m ago