ভার্চুয়াল আদালতে ১ লাখ ৫৮ হাজার জন জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

মঙ্গলবার এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত ভার্চুয়াল আদালতে মোট ৩ লাখ ১৪ হাজার ৪৮২টি পিটিশনের নিষ্পত্তি করা হয়েছে এবং ১ লাখ ৫৮ হাজার ৫০৭ জনকে জামিন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, 'মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ডিজিটাইজেশনের ওপর গুরুত্বারোপ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে সীমিত পরিসরে ডিজিটাইজেশন চালু করা হয়েছে। আইন ও বিচার বিভাগ একটি গণমুখী বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যুগান্তকারী ই-জুডিশিয়ারি প্রকল্প হাতে নিয়েছে।'

তিনি বলেন, 'করোনা মহামারি চলাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে আইন ও বিচার বিভাগ ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালু করে। এটি করোনাকালে জরুরি সমস্যা মোকাবিলায় এবং কারাগারে বন্দীদের বাড়তি চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'

মন্ত্রী বলেন, 'মহামারি চলাকালে ভার্চুয়াল মাধ্যমে ৭৮ হাজার ৮৪৭ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ৩৮ হাজার ৫৩৯ জন নারী।'

এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ৩ দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ প্যারালাল সেশন-১ এ মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবরা তাদের নিজ বিভাগের এসডিজি বাস্তবায়ন বিষয়ক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

1h ago