ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: ৩ মামলায় ২৪ জনের নামসহ আসামি ১২০০

ছবি: স্টার

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও নিহতের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় প্রায় ১ হাজার ২০০ জনকে আসামি করে ৩টি মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিউমার্কেট থানার ২ পুলিশ কর্মকর্তা বিস্ফোরক আইনে ও পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ মামলা ২টি করেছেন।

সংঘর্ষের ঘটনায় নিহত কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসানের পরিবার বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শ ম কাইয়ুম জানান, বুধবার দিবাগত মধ্যরাতে মামলা ৩টি রেকর্ড করা হয়। নাহিদ হাসানের পরিবারের মামলায় অজ্ঞাত আসামি ১৫০ থেকে ২০০ জন। অপর ২টি মামলায় আসামি প্রায় ১ হাজার।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago