পুলিশের গাড়ি থেকে পালিয়েছে অপহরণ, ধর্ষণ মামলার আসামি

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় পুলিশের গাড়ি থেকে নামানোর সময় হাতকড়াসহ পালিয়েছে অপহরণ এবং ধর্ষণ মামলার আসামি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের দাবি, সেই আসামি হাতকড়া দিয়ে একজন উপপরিদর্শক এবং ২ জন কনস্টেবলকে আঘাত করে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া আসামি মো. সামিউল ইসলামের (২৭) বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ৪-৫ দিন আগে সামিউলের শ্বশুর তার বিরুদ্ধে শ্যালিকাকে অপহরণের মামলা করেন। পরে পুলিশ তদন্তের পরে জানতে পারে আসামি ভিকটিমকে ধর্ষণ করেছে। পরে সেই মামলায় অপহরণ ও ধর্ষণের ধারা যোগ করা হয়।

ওসি জানান, গত রাতে গোবিন্দগঞ্জ থানার একটি দল চাঁদপুর থেকে অপহৃতকে উদ্ধার ও সামিউলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই সময় সামিউল হাতকড়া দিয়ে একজন উপপরিদর্শক এবং দুই জন কনস্টেবলকে আহত করে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সামিউলের বিরুদ্ধে আজ আরও একটি মামলা করেছে, বলেন ওসি ইজার উদ্দিন।

পুলিশ পলাতক সামিউলকে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

HSC examinees protest near Secretariat, demand education adviser’s resignation

Witnesses said protest began around 2:15pm when several hundred took position at the Secretariat

38m ago