নোয়াখালীতে ৯ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠা ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন। 

শনিবার নোয়াখালীর ৫টি উপজেলায় সারাদিন অভিযান চালিয়ে এসব ক্লিনিক সিলগালা করা হয়।

সিভিলসার্জন ডা. মাসুম ইফতেখার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্লিনিকগুলো হলো, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি বাজারের মালিহা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, রাজগঞ্জ বাজারের বিছমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাবাজারের নিউ চৌধুরী প্যাথলজি ল্যাব, সোনাইমুড়ী উপজেলার আল হাবিব হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও কাশিপুরের লাইফ লাইন প্যাথলজি, সেনবাগ উপজেলার কানকিরহাটের সিটি ডায়াগনস্টিক সেন্টার ও ছাতারপাইয়া বাজারের জেনুইন ডায়াগনস্টিক ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, চাটখিল উপজেলার এশিয়ান ফিজিওথেরাপি সেন্টার এবং সদর উপজেলার দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল। 

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, 'শনিবার সকাল থেকে জেলার উপজেলাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার ১টি ও আজ শনিবার ৮টি নিবন্ধনহীন ক্লিনিক সিলগালা করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh is on the right track: foreign adviser

Says interim govt earned overwhelming global support in the past six months as he discusses ties his govt’s ties with major local and global powers

10m ago