দিনে বাসায় বাসায় ফুড ডেলিভারি, রাতে ডাকাতি

arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনের বেলা তাদের কেউ অটোরিকশা চালক, কেউ সবজি ব্যবসায়ী, রঙমিস্ত্রী, মুদি দোকানদার বা অনলাইন ফুড ডেলিভারি করেন। আর রাতে করেন ডাকাতি। এমন এক চক্রের ৬ সদস্যকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি পুলিশের যুগ্ম-কমিশনার হারুন-অর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কাজের খাতিরে বিভিন্ন বাসায় যেতেন এবং ওইসব পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন। আর রাতে ওইসব বাসায় গিয়ে ডাকাতি করতেন তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সুজন হাওলাদার (৩২), রবিউল আউয়াল ওরফে রবি (১৯), মো. বাবু ওরফে জুয়েল (২২), মো. রনি (১৯), একরাম আলী (৩৩) ও ইব্রাহিম মাঝি (২০)।

এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশার ছদ্মবেশে ডাকাতি করে আসছিল বলে জানান ডিবি কর্মকর্তা হারুন।

তিনি বলেন, 'সম্প্রতি মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ থানায় করা একাধিক ডাকাতির মামলা তদন্ত করতে গিয়ে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ এই চক্রটির বিষয়ে জানতে পারে।'

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, চাকু, ২টি ছুরি, লোহার রড, পাইপ কাটার রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদপুর থানায় করা পৃথক ২টি মামলায় তাদের আসামি করা হয়েছে।

এই চক্রের বিষয়ে যুগ্ম-কমিশনার হারুন বলেন, 'এই চক্রের সদস্য প্রায় ১৫-১৬ জন। আমরা এখন চক্রের প্রধান সাদ্দামকে খুঁজছি।'

চক্রের সদস্যদের প্রত্যেকে অন্তত ৭-৮টি ফৌজদারি মামলার আসামি বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago